26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / পিরোজপুরে ফেন্সিডিলসহ আটক ২ যুবকে কারাদন্ড দিযেছে ভ্রাম্যমান আদালত

পিরোজপুরে ফেন্সিডিলসহ আটক ২ যুবকে কারাদন্ড দিযেছে ভ্রাম্যমান আদালত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে একটি ভ্রমমান আদালত ফেন্সিডিল সহ আটক ২ যুবককে ১৫ মাসের কারাদন্ড দিয়েছেন।কারাদন্ড প্রাপ্তরা হলো জুলহাস উদ্দিন এবং জুল ফিকার আলী ।সোমবার সকালে জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিষ্টেট্র আশাফুর রহমান এ আদেশ দিয়েছেন। জানা গেছে, কারাদন্ড প্রাপ্তরা বাগেরহাট হতে বরিশাল জাবার পথে বেকুটিয়া ফেরি ঘাটে পৌছালে ডিবি পুলিশের  এসআই দেলোয়ার হোসেন তল্লাসি করলে তাদের ব্যাগ হতে ৫২ বোতল পেন্সিডিল আটক করেন।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …