20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / শিক্ষা / নওগাঁয় ওয়েমার্কের শুভ উদ্বোধন

নওগাঁয় ওয়েমার্কের শুভ উদ্বোধন

নওগাঁ থেকে মোঃ তৌহিদুর রহমান: নওগাঁয় ওয়েমার্কের শুভ উদ্বোধন ও এইচ, এস, সি প্রিপারেশন-১২ ও কৃর্তি সর্ম্বধনা-১১ অনুষ্ঠিত হয়েছে। গত কাল রবিবার বিকেল ৩টা সময় নওগাঁ শরস্থ উকিল পাড়া ওয়েমার্ক কোচিং সেন্টারের সামনে ওয়েমার্ক কোচিং এর ছাত্র/ছাত্রী ও অভিভাবক মন্ডলী উপসি’তিতে এক মনোঙ্গ পরিবেশে কৃর্তি ছাত্র/ছাত্রীদের সর্ম্বধনা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐ প্রতিষ্ঠানের পরিচালক প্রভাষক মোঃ আবু রেজা। উক্ত অনুষ্ঠানে কৃর্তি সর্ম্বধিত হয়েছে A+ ও এড়ষফবহ A+ মোট ৪১ জন। এর মধ্যে এড়ষফবহ A+ ৭জন কে পূরুষকৃত করা হয়। ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন অধ্যাপক সুবাস সিংহ ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুর রহমান, প্রকৌশলী মুক্তাদির রহমান, ডা. শফিকুল আলম, প্রভাষক তামিম মাহমুদ, প্রভাষক তৌহিদুর রহমান, বিশিষ্ট শিক্ষক জাহাঙ্গির আলম ও সাংবাদিক মোঃ আবুবকর সিদ্দিক। উক্ত অনুষ্ঠানে ছাত্র/ছাত্রী সহ অভিভাবক মন্ডলী ও গণ্যমান্য প্রায় ৬০০ শতাধিক ব্যক্তি উপসি’ত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রীতি ভোজ ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন...

নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা

এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …