16 Ashar 1432 বঙ্গাব্দ সোমবার ৩০ জুন ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় বাস ডাকাতির ৬ ডাকাত গ্রেফতার

নওগাঁয় বাস ডাকাতির ৬ ডাকাত গ্রেফতার

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ লুষ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার সফিউল সারোয়ার। গ্রেফতারকৃতরা হলেন- শামীম ইসলাম সব্দুল, রঞ্জিত চন্দ্র বর্মন, আব্দুল লতিফ ওরফে নাঈম, শাহারুল ইসলাম, শহিদুল ইসলাম এবং শাহাদাত হোসেন। পুলিশ সুপার জানান- গত ২২ ফেব্রুয়ারি রাত ১১ টায় নওগাঁর পতœীতলা উপজেলার পতœীতলা-সাপাহার সড়কে বিআরটিসি বাস ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর জেলা পুলিশ অভিযান অব্যাহত রাখে। শনিবার রাতে জেলা পুলিশের একাধিক টিম নওগাঁ সহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় অভিযান পরিচালনা করে। অভিযানের মাধ্যমে জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া জেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তিনজনকে জয়পুরহাটের কালাই থেকে, দুইজনকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এবং একজনকে বগুড়ার কাহালু থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে। পতœীতলায় বিআরটিসি বাসে ডাকাতির ঘটনায় লুষ্ঠিত একজোড়া কানের দুল ও কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত করাত, কয়েকটি হাসুয়া, একটি প্লাস এবং একটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, ফারজানা হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

নওগাঁয় ৫জনের ৪ বছরের কারাদন্ড

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারি মামলায় ৫জনকে ৪ বছরের কারাদন্ড দিয়েছেন …