3 Poush 1431 বঙ্গাব্দ বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

নওগাঁয় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

নওগাঁ প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁয় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার মোহাম্মদ কুতুব উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া রিয়াদুস সালেহীন, আরমান, সাদনান সাকিব, সহ রাজনৈতিক দল, শিক্ষা ও সামাজিক বিভিন্ন সংগঠন সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে নওগাঁর এ টিম মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা পুলিশের একটি দল জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন। এছাড়া নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এ টিম মাঠে দিনব্যাপী বিজয় মেলার ফেস্টুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় বিশেষ অতিথি হিসাবে নওগাঁর পুলিশ সুপার মোঃ কুতুব উদ্দিন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁর সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, নওগাঁ স্থানীয় সরকারের উপ-পরিচালক টি.এম.এ মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, নওগাঁ সদর উপজেলা নিবার্হী অফিসার এস.এম রবিন শীষ সহ বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতা, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্যা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ৪০টি স্টলে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের সমাহার ছিল। এবার বিজয় দিবসে কর্মসূচিতে কোনো শরীরচর্চা, কুচকাওয়াজ ও ডিসপ্লে না থাকায় বিজয় মেলাকে আকর্ষণীয় করার নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বক্তব্যে বলেন, যারা ১৯৭১ রে রক্ত দিয়ে আমাদের কে স্বাধীনতার আলোয় আলোকিত করেছিলেন ও ৩৬ জুলাইয়ে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে এবং  আন্দোলনে অঙ্গ হারিয়ে আহত হয়ে হাসপাতালের বেডে এখনো যারা কাতরাচ্ছে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখনো রাস্তায় স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখছেন, তাদের সকল কে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ১৬ ডিসেম্বর আমাদের গৌরবের ও বিজয় আনন্দ মাখা মুক্তির একটি দিন। আজ থেকে ঠিক ৫৩ বছর আগে এই দিনে বিজয়ের পতাকায় আকাশে বাতাসে উদ্ভাসিত হয়েছিল। ২০২৪ সালে প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন সম্ভাব্যময় বাংলাদেশের প্রথম বিজয় উদযাপন করতে যাচ্ছি। যদি আমরা স্বাধীনতার সেই চেতনায় আলোকিত হতে চাই, তবে নতুন দিনের আহব্বান নতুন দিনের সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন...

নওগাঁয় বৈষম্যহীন ও জবাদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় তারুণ্য নির্ভও উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত …