নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছি গ্রামে অবস্থিত ৬৮জন গণকবরের পাশের্^ স্মৃতিস্তম্ভের পাদদেশে জেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মোঃ কুতুব উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে নওগাঁ স্থানীয় সরকারের উপ-পরিচালক টি.এম.এ মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, নওগাঁ সদর উপজেলা নিবার্হী অফিসার এস.এম রবিন শীষ সহ বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতা, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্যা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।