15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / স্বাস্থ্য / নওগাঁয় এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু

নওগাঁয় এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের(এইচপিভি) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন কার্যালয় এর আযোজন করে। সেখানে আলোচনা সভায় জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম রবিন শীষ, জেলা তথ্য আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ,মেডিকেল অফিসার আশিষ কুমার সরকার ও ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স কর্মকর্তা জয়িতা সাহা, জেলা শিক্ষা অফিসার মাহফুজা খাতুন, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, নওগাঁ সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন সহ অন্যরা বক্তব্য রাখেন। পরে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশিষ্টরা জানান- জেলার ১১ টি উপজেলার ১ লাখ ১৪ হাজার ৮০৪ জন কিশোরী বিনামূল্যে এই টিকা পাবে। ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী অথবা ১০ বছর থেকে ১৪ বছরের কিশোরীদের এই টিকা দেয়া হবে। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এনবিএন ডেক্সঃ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে দিনব্যাপী ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত …