20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / নওগাঁয় আত্রাই এ দিন মজুর সেকেন্দারকে হত্যা

নওগাঁয় আত্রাই এ দিন মজুর সেকেন্দারকে হত্যা

এনবিএন ডেক্স:  নওগাঁর আত্রাই উপজেলার পুইশাওতা গ্রামের ধানের মাঠ থেকে সেকেন্দার আলী (৪৮) নামের এক দিন মজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারনা, পরিকল্পিত ভাবে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। সেকেন্দার পুইশাওতা গ্রামের মৃত তাছের আলী মন্ডরের  পুত্র। অভাবের সংসারে সে বিভিন্ন জনের বাড়ীতে দিনমজুর হিসেবে কাজ করতো।
স্ত্রী মোর্শেদা জানায়, সেকেন্দার বৃহস্পতিবার রাতে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে এলাকাবাসীরা পুইশাওতা গ্রামের পাশে মাঠের একটি  ধান ক্ষেতে তার লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খাঁন জানান, লাশ উদ্ধারের সময় বাম চোখের নিচে সুঁচালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জের ধরে অথবা ওই এলাকা চরমপন’ী অধ্যুষিত এলাকা হওয়ায় তারাও এই হত্যাকান্ড ঘটাতে পারে বলে পুলিশ ধারনা করছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি হত্যা মামলা হয়েছে।

আরও পড়ুন...

মোহাম্মদ আবদুল করিম পলাশ এর জানাজা ও দাফন সম্পন্ন

আরটিভি’র সংবাদ প্রযোজক মুহম্মদ আবদুল কাইয়ূম পাভেল এর বড় ভাই মোহাম্মদ আবদুল করিম পলাশ আর …