এনবিএন ডেক্স: এ বছর নওগাঁ জেলায় পাতা পেঁয়াজের ব্যাপক চাষ হয়েছে। তবে ন্যায্যমূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করেন চাষীরা। জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পাতা পেঁয়াজ প্রতি কেজি ৮ থেকে ১০ টাকা (পাইকারি) দরে বিক্রি হচ্ছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ বছর দুহাজার হেক্টর জমিতে পাতা পেঁয়াজের চাষ হয়েছে। পুরোনো পেঁয়াজ প্রতি কেজি খুচরা ১২টাকা থেকে ১৫ টাকা। সদর উপজেলার কৃষক আজিজার, বক্কর, তছলিম, আসাদ বলেন, গত বছর বেশি দাম দেখে এবার দ্বিগুণ জমিতে পাতা পেয়াঁজ চাষ করেছি। এখন লোকসানে না পড়লেও লাভ হচ্ছে না। আগাম পাতা ঁেপয়াজ ক্ষেত থেকে উঠিয়ে সেখানে গমের চাষ হচ্ছে।
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …