18 Chaitro 1431 বঙ্গাব্দ বুধবার ২ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় ২০৬ ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবার পেলেন বিনামূল্যে হাঁস-ভেড়া

নওগাঁয় ২০৬ ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবার পেলেন বিনামূল্যে হাঁস-ভেড়া

এন বিএন ডেক্সঃ সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের আত্মসামাজিক ও জীবনমানোন্নয়নে লক্ষ্যে নওগাঁয় সুফলভোগী ২০৬ পরিবারের মাঝে বিনামূল্যে হাঁস ও ভেড়া বিতরণ করা হয়েছে। সুফলভোগী ২০৬ পরিবারের মধ্যে ১১৬ জনকে ২০টি করে হাঁস ও ৯০ জনকে ২টি করে ভেড়া দেওয়া হয়। বুধবার দুপুরে সদর উপজেলা প্রাণিসম্পদ চত্বরে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজন করেন। প্রধান অতিথি হিসেবে এসব হাঁস ও ভেড়া বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এসময় তিনি বলেন, দেশের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়ন মুখী মূল স্রোতে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ মানুষের আত্মসামাজিক ও মানোন্নয়নসহ স্বনির্ভর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, এসব হাঁস ও ভেড়া পালনের মাধ্যমে মানুষের আত্মসামাজিক ও জীবন মানোন্নয়নের পাশাপাশি ওই এলাকার মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে। এ ছাড়া কর্মসংস্থানের ফলে নারীর আয় বাড়বে এবং ক্ষমতায়ন ঘটবে। এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …