পিরোজপুর প্রতিনিধি: জেলা বাস মালিক সমিতির বিরুদ্ধে পিরোজপুর জেলা বিএনপির সভাপতি অসত্য উক্তিতে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে এবং ওই নেতার শাসি- দাবী করে গতকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালন করে মালিক সমিতি। কোনরুপ পূর্ব ঘোষনা ছাড়াই এভাবে ১৮ টি রুটের বাস চলাচল বন্ধ করে দেয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে । মালিক সমিতির দাবী পুরন করা না হলে এ ধর্মঘটের সময় আরও বাড়ানো হতে পারে বলে গতকাল এক সাক্ষাতকারে সমিতির সাধারন সম্পাদক আক্তারুজ্জামান ফুলু জানান। জানা গেছে বিএনপির রোডমার্চ পরবর্তী খুলনায় অনুষ্ঠিত২৭ নভেম্বরের সমাবেশে অংশ নিতে পিরোজপুর জেলা বিএনপির নেতা কর্মীরা জেলা বাসমালিক সমিতির ২৯ টি বাস ভাড়া করলে ওই সব বাসের চলাচল পরবর্তী ৩ দিনের জন্য মালিক সমিতি বন্ধ করে দেয় । এ অভিযোগে পিরোজপুর বিএনপির জেলা সভাপতি গাজি নুরুজ্জামান বাবুল তার বাসায় সংবাদ সম্মেলন করেন।ওই সংবাদ সম্মেলনে মালিক সমিতিকে দায়ী করে সাংবাদিকদের সামনে অসত্য এবং উদ্দেশ্য প্রনোদিত কিছু লিখিত বক্তব্য উপস’াপন করায় তার শাসি- দাবী করে এ ধর্মঘট ডাকা হয় বলে আক্তারুজ্জামান ফুলু জানান। এ ব্যাপারে বিএনপি সভাপতি গাজি নুরুজ্জামান বাবুল জানান, খুলনার সমাবেশে ভাড়া করে নেয়া ২৯ টি বাসের চলাচল ৩ দিনের জন্য সমিতি বন্ধ করে দিলে ওই বাসের মালিকরা তার কাছে ৩ দিনের ভাড়ার টাকা দাবী করে। এর প্রেক্ষিতে তিনি ওই সংবাদ সম্মেলন করেন। তবে ওই সংবাদ সম্মেলনের বিষয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক কিছুই জানেন না বলে জানান।
Home / সারাদেশ / বরিশাল / সংবাদ সম্মেলনে অসত্য বক্তব্য দেয়ায় বিএনপি নেতার শাসি-র দাবীতে পিরোজপুরে পরিবহন ধর্মঘট ১৮ টি রুটের বাস চলাচল বন্ধ
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …