2 Boishakh 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / কাফনের কাপড়ে চিঠি দিয়ে হত্যার হুমকি

কাফনের কাপড়ে চিঠি দিয়ে হত্যার হুমকি

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,কে,এম,এ আউয়ালের ভাগ্নে মোহাম্মদ আলী রুপ্পিকে হত্যার হুমকি দিয়ে কাফনের কাপড়ে চিঠি পাঠানো হয়েছে। পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি (লাল পতাকা) পরিচয়ে রুপ্পিদের শহর মাছিমপুর এলাকার বলাকা ক্লাব সড়কে বাসায় শনিবার রাতে কাফনের কাপড়ে লেখা এ চিঠি পাঠানো হয়। রুপ্পির বাবার নাম প্রকৌশলী আঃ হাকিম। মা মর্জিনা হাকিম বাংলাদেশ মানবাধিকার ইউনিটি পিরোজপুর জেলা কমিটির সভানেত্রী।
কাফনের কাপড়ে লেখা এ চিঠিতে যা উল্লেখ আছে তা হলো “আমরা গভীর দুখের সাথে জানাচ্ছি যে, আপনার একমাত্র ছেলেকে আল্লাহর পথে কোরবানী দেওয়ার হুকুম নাজিল হয়েছে। তাই আপনাদেরকে অবহিত করা হচ্ছে, আগামী ১৫ থেকে ১৮দিনের মধ্যে এই হুকুম কার্যকর করা হবে। আমাদের অনেক আত্মঘাতী সদস্য আছে, তারা এই আল্লাহর হুকুম পালন করতে দৃঢ় প্রতিঞ্জ। নিশ্চই আপনারা সস্থানের লাশ কাধে নিতে পারবেন না ? আর এটা কত কষ্টের তা আগে একবার অন্য সস্থানের লাশ নিয়ে বুঝতে পেরেছেন। এই চিঠিকে কাফনের কাপড় হিসাবে পাঠালাম, আশা করি গুরুত্বের সাথে নিবেন”। চিঠিতে হাফেজ মাওলানা খায়রুল ইসলাম, পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি (লাল পতাকা) বরিশাল জোনের কথা উল্লেখ আছে।
রুপ্পির মা মর্জিনা হাকিম জানান, শনিবার রাত ১০টার দিকে তার বাসার সামনের দরজার নিচ থেকে কে বা কারা একটি খাম ফেলে যায়। খুলে ভিতরে কাফনের কাপড়ের উপর লেখা চিঠিটি দেখতে পাই। এরপর তিনি বলেন, বিষয়টি তিনি শনিবার রাতেই পিরোজপুর সদর থানায় জানিয়েছে।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …