19 Magh 1431 বঙ্গাব্দ শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

নওগাঁয় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু


এন বিএন ডেক্সঃ নওগাঁ শহরের ৩ নম্বর ওয়ার্ডের চকপিয়ার এলাকায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলেন, ওই এলাকার আব্দুর রহমান ছেলে আব্দুল্লাহ (৫) ও নাহিদুজ্জামান মুসার মেয়ে খাদিজা (৫)। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান। স্থানীয়রা জানান, ওইদিন বিকেলে বাড়ির পাশে একসাথে খেলাধুলা করছিলেন। খেলাধুলার এক পর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের একটি ডোবাতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাঁদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজিরা এক পর্যায়ে মৃত আবদুল্লাহর বাড়ির পাশে ওই ডোবাতে খাদিজাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সংবাদ দিলে তারা এগিয়ে আসে। পরে স্থানীয়রা আব্দুল্লাহ ও খাদিজাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …