22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সড়ক দূর্ঘটনা / নওগাঁয় সড়ক দূর্ঘটনায় ৯ পিএসসি পরীক্ষার্থী আহত

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় ৯ পিএসসি পরীক্ষার্থী আহত

এনবিএন ডেক্স: নওগাঁর নিয়ামতপুর উপজেলার বটতলী-আমকূড়া সড়কের তেনাপীর নামক স্থানে ট্রাক্টরের ধাক্কায় ভুটভুটি উল্টে ৯ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার চক-সিতা রেজিস্টার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী একটি ভুটভূটিযোগে পরীক্ষায় অংশ নিতে যাওয়ার সময় এঘটনা ঘটে। ঘটনার পর আহত শিক্ষার্থীদের উদ্ধার করে নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ফাহিমা খাতুন ও আমেনাকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী জানান, আহত শিক্ষার্থীরা হলো, ফাহিমা খাতুন, মৌসুমী আক্তার, ফাতেমা পারভীন, আমেনা খাতুন, মাসুদা পারভীন, রওশন আরা, ববিতা, খাদিজা ও মৌসুমী। এরা সকলেই নিয়ামতপুর উপজেলার চক-সিতা রেজিষ্টার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান,  উপজেলার চক-সিতা রেজিস্টার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন পরিক্ষার্থী একটি ভুটভুটিযোগে রামকূড়া আমকূড়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করতে যাচ্ছিল। এসময় চাল বোঝাই একটি ট্রাক ভুটভুটিকে পেছনে থেকে ধাক্কা দিলে ভুটভুটিটি উল্টে ৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। #

আরও পড়ুন...

নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …