নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল ১০টায় জেলা প্রাশাসকের কার্যালয়ের সামনে থেকে এ একটি র্যালী বের হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নওগাঁ আঞ্চলিক কার্যালয়ের আয়োজন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের নওগাঁর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনসহ অন্যান্যরা। বক্তারা বলেন, মাটির উর্বরতা ও উৎপাদনশীলতা বজায় রেখে অধিক ফসল উৎপাদন করতে হবে। মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার পরিহার করে সুষম মাত্রায় সার প্রয়োগের মাধ্যমে মাটির সুস্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করার আহবান জানান বক্তারা।
আরও পড়ুন...
নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত
নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …