6 Kartrik 1432 বঙ্গাব্দ বুধবার ২২ অক্টোবর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর পোরশায় চুরি হওয়া গরু সহ মান্দায় দুই চোর আটক

নওগাঁর পোরশায় চুরি হওয়া গরু সহ মান্দায় দুই চোর আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা থেকে চুরি হওয়া ৪টি গরু সহ জনগণের হাতে মান্দার চৌবাড়িয়ায় আটক দুই গরু চোরকে উদ্ধার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। আটককৃত দু’জন হলেন মান্দা উপজেলার শালদহ গ্রামের মোজাহার রবির ছেলে শাখিল(২২) ও মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের রশিদের ছেলে সোহেল রানা(২৬)। গত শুক্রবার মান্দার চৌবাড়িয়া হাট থেকে তাদের স্থানীয়রা আটক করেন। পরে পোরশা থানায় অবগত করলে মান্দা থানা পুলিশের সহায়তায় তাদেরকে আটক করে পোরশা থানা পুলিশ গত শুক্রবার দিবাগত রাতে নিয়ে আসে। পোরশায় থানা অফিসার ইনচার্জ জহুরুল হক ঘটনাটি নিশ্চিত করে এব্যাপারে থানায় একটি চুরি মামলা হয়েছে এবং আটকৃতদের শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান। উল্লেখ তিনদিন আগে পোরশা উপজেলা মধুপুর নতুনপাড়ার মহাদেব তিরকীর ছেলে সুরেন তিরকীর গোয়ালঘরে সিঁধ কেটে চোরেরা প্রবেশ করে গরুগুলি চুরি করে নিয়ে গিয়েছিল। পরে খোজাখুজির এক পর্যায়ে গত শুক্রবার চৌবাড়িয়া হাট থেকে চোরসহ গরুগুলি আটক করা হয়।

আরও পড়ুন...

নওগাঁয় বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প

নওগাঁ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩সেপ্টেম্বর …