22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / উত্তরাঞ্চলে রেকর্ড পরিমাণ সবজি চাষ

উত্তরাঞ্চলে রেকর্ড পরিমাণ সবজি চাষ

এনবিএন ডেক্স:  নওগাঁসহ গোটা উত্তরাঞ্চলে এবার রেকর্ড পরিমাণ সবজি চাষ করা হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার প্রায় ১০ লাখ সবজি চাষী ২ লাখ হেক্টর জমিতে শীতকালীন নানা সবজি চাষ করেছেন। এতে প্রায় ৪০ লাখ মেট্রিক টন সবজির উৎপাদন হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ মৌসুমে সবজি চাষীরা কমপক্ষে ৮ হাজার কোটি টাকা আয় করবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রটি জানায়। শীত আসার সঙ্গে সঙ্গে উত্তরাঞ্চলের হাটগুলোতে ব্যাপকভাবে শীতকালীন সবজির চালান আসছে। এখন মাঠে মাঠে যেমন সবুজের সমারোহ, তেমনি হাটবাজারে প্রচুর তাজা শাক-সবজি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র এ প্রতিবেদককে জানায়, রাজশাহী ও রংপুর বিভাগে এবার সবজি চাষ অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। এ দুই বিভাগে প্রায় ১০ লাখ কৃষক ২ লাখ হেক্টর জমিতে সবজি চাষ করেছেন। এতে প্রায় ৪০ লাখ মেট্রিক টন সবজি উৎপাদনের আশা করছি আমরা। উত্তরাঞ্চলে এবার যে পরিমাণ সবজি উৎপাদন হয়েছে বাজার পড়ে না গেলে এসব সবজির বাজারমূল্য হবে কমপক্ষে ৮ হাজার কোটি টাকা। বাম্পার ফলন হলেও শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, করলা, লাউ, বরবটি, বেগুনসহ বিভিন্ন শাক-সবজির বাজার এখনো বেশ চড়া। বাজারের পরিসি’তি দেখে মনে হয়েছে মুলা বাদে সব শীতকালীন সবজি বিক্রি করে উত্তরের কৃষকরা এবার হাজার কোটি টাকা ঘরে তুলতে পারবেন। সিলেটের কাঁচা সবজি পাইকারি কিনতে আসা ব্যবসায়ীরা নওগাঁয় এ প্রতিবেদককে জানান, ঈদের পর হঠাৎ সবজির আমদানি বৃদ্ধি এবং ঢাকা ও চট্টগ্রামের কর্মজীবী মানুষ গ্রামে বেড়াতে আসায় সবজির দাম কিছুটা কমে গেছে। তবে এরকম বাজার থাকবে না বরং কয়েকদিন পর আবার প্রচুর সবজি বাজারে উঠবে বলে তিনি মনে করেন। স’ানীয় কৃষকরা এ প্রতিবেদককে জানিয়েছেন, সবজি উৎপাদনে তাদের প্রচুর টাকাও খরচ হয়েছে। এবার সবজি বীজ ও চারার মূল্যও অনেক বেশি। অনেকে ফুলকপি ও বাঁধাকপির চারা বিক্রি করে লাখপতি হয়েছেন। গত বছর এ সময় সবজি বিক্রি করে প্রচুর টাকা লাভ করেছিল চাষীরা। বেগুন, ফুলকপি ও বাঁধাকপি বিক্রি করতে আসা কৃষক এ প্রতিবেদককে জানান, এবার তিনি ৩ বিঘা জমিতে বেগুন চাষ করেছেন। বেগুনের ফলনও ভালো। ৩০০ টাকা মণ দরে বেগুন বিক্রি করেছেন। বাজারে এ অবস’া থাকলে বেগুন বিক্রি করে তিনি বহু টাকা উপার্জন করতে পারবেন। নওগাঁ সদর উপজেলার বর্ষাইল গ্রামের কৃষক তমিজ উদ্দিন ও বদলগাছী উপজেলার কোলা বাজারের আমির হোসেন ফুলকপি ও বাঁধাকপি হাটে এনেছিলেন। ফুলকপি বিক্রি করেছেন ৯০০-১০০০ টাকা মণ। প্রতি ১০০টি বাঁধাকপি বিক্রি করছেন ১২শ থেকে ১৫শ টাকায়। কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালকের অফিস সূত্র এ প্রতিবেদককে জানান, গত বছর রাজশাহী ও রংপুর বিভাগে ১ লাখ ৩৭ হাজার ৩২৫ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছিল। প্রতি হেক্টরে গড়ে ২১ মেট্রিক টন হিসাবে প্রায় ২২ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হয়েছিল। এ অঞ্চলে প্রায় ১০ লাখ কৃষক সবজি চাষ করেছেন। উত্তরাঞ্চলে ব্যাপকহারে সবজি চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি বেসরকারি সংস’া ব্র্যাক সহযোগিতা করে। সিনজেনটা, বায়ার, অটোক্রপসহ কয়েকটি বালাইনাশক কোম্পানি উত্তরাঞ্চলে কৃষি নিয়ে কাজ করে। এরকম কয়েকটি এনজিওর দেয়া তথ্য নিয়ে জানা গেছে, এবার প্রায় ২ লাখ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। এতে প্রায় ৩৫ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে বলে তারা জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরো জানায়, নওগাঁর সবজি গ্রাম নামে পরিচিত সদর উপজেলার ছোট যমুনা ও আত্রাই নদীর কোলঘেঁষে যে সব গ্রাম রয়েছে এর ৮টি উপজেলার প্রায় ২ শতাধিক সবজি গ্রামে ৮ হাজার হেক্টর জমি শীতকালীন সবজি বাজারে আসতে শুর্ব করেছে। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্বাস আলী এ প্রতিবেদককে জানান, নওগাঁর উৎপাদিত সবজি ২০ ভাগ দিয়ে স’ানীয় চাহিদা পূরণ হয়। বাকি ৮০ ভাগ দেশের বিভিন্ন স’ানে সরবরাহ হয়ে থাকে। নভেম্বরের ১ম সপ্তাহ পর্যন্ত ১ হাজার ৩২০ হেক্টর জমিতে বেগুন, ১ হাজার ৬৫০ হেক্টরে মুলা, ৬২০ হেক্টরে ফুলকপি, ৬৯০ হেক্টরে বাঁধাকপি, ৪৪৫ হেক্টরে লাউ, ৯২০ হেক্টরে শিম, ৩২০ হেক্টরে টম্যাটো, ৫২০ হেক্টরে লালশাক, ২৫০ হেক্টরে পালংশাক, ২৩৫ হেক্টরের ডাঁটাশাক, ৪৫ হেক্টরে গাজর, ৪০০ হেক্টরে মিষ্টিকুমড়া, ১১৬ হেক্টরে শসা, ৪৩০ হেক্টরে করলা চাষ হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে শীতকালীন প্রায় সব সবজি কমবেশি বাজারে এসেছে। নওগাঁয় এবার ১৩ হাজার হেক্টর জমিতে সবজি চাষের পরিকল্পনা নিয়েছিল কৃষি বিভাগ। প্রতি হেক্টরে ২২ টন হিসাবে উৎপাদন ধরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৫৮ হাজার মেট্রিক টন। প্রতি কেজি গড়ে ২০ টাকা হলে নওগাঁয় প্রায় ৩০ কোটি ৫০ লাখ টাকার সবজি উৎপাদন হওয়ার কথা।#

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …