এনবিএন ডেক্স: নওগাঁর মান্দায় নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাক্টর খাদে পড়ে চালকসহ ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোররাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট পেট্রোল পাম্প এলাকায় মর্মানিতক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার শ্রীরামপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ট্রাক্টর চালক মিন্টু মিয়া (২৮) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে সোহেল রানা (২০)। পুলিশ জানায়, চালক মিন্টু মিয়া ট্রাক্টরটি নিয়ে বৃহস্পতিবার ভোররাতে রাজশাহী থেকে মান্দা ফেরিঘাটে ফিরছিলেন। ট্রাক্টরটি ফেরিঘাট পেট্রোল পাম্প এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাসতার পাশের গভীর খাদে উল্টে যায়। এতে ঘটনাস’লেই চালক মিন্টু মিয়া নিহত হন। গুরুতর জখম সোহেল রানাকে রামেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত রেজাউল ইসলাম (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …