22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / জিয়ানগরে আমনের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

জিয়ানগরে আমনের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরে ধান কাটা শুরু। আমন ধানের বাম্পার ফলন মাঠে মাঠে সোনালী ধানের সমারহ, কৃষকদের মুখে হাঁসি ফুটেছে। প্রকৃতিক দূর্যোগ, জলোচ্ছাসে কচা ও বলেশ্বর নদীর তীরবর্তি  এ উপজেলায় আমনের বীজ তলার জলাব্ধতায় নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা ধার দেনা করে কেহ দাদন নিয়ে চড়া দামে বীজ কিনে আমন ধানের চারা রোপন করেছে। পরে লেদা ও মাজরা পোকার আক্রমনে আমন খেতের ব্যপক ক্ষতি হলে কৃষকরা দিশেহারা হয়ে পরে। অবশেষে প্রাকৃতিক কারনে ও কৃষকদের পরিচর্যায় আমন খেতের পোকা মৃক্ত হয়ে এক মাসের মধ্যেই আমনের বাম্পার ফলন দেখাদেয়। উপজেলার পাড়েরহাট, পত্তাশী, বালিপাড়া, চন্ডিপুর, কলারন সহ বিভিন্ন চর এলাকায় ঘুরে দেখা যায় গত বছরের চেয়ে এবছর আমনের ফলন ভাল। সোনালী ধানে মাঠ ভড়া দেখা যায়। মাঝে মাঝে কৃষকরা আমন ধান কাটা শুরু করেছে। ইন্দুরকানী গ্রামের কৃষক আবুলবাসার জানান এ বছর রোগ বলাই থাকলেও আমনের ফলন ভাল হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায় জিয়ানগর উপজেলা ৬৫৫০ হেক্টর জমিতে আমনের চাষ করা হয়েছে। কৃষি কর্মকর্তা অমিতাভ মন্ডল জানান, বিভিন্ন প্রতিকুলতার মধ্যেও আমনের ফলন ভাল হয়েছে।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …