27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁ সদর মডেল থানায় ও’সি হিসাবে মোঃ নজরুল ইসলাম জুয়েল এর যোগদান

নওগাঁ সদর মডেল থানায় ও’সি হিসাবে মোঃ নজরুল ইসলাম জুয়েল এর যোগদান

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন মোঃ নজরুল ইসলাম জুয়েল। গত রবিবার সন্ধ্যায় তিনি থানায় পৌঁছলে কর্মরত পুলিশ অফিসার ও অন্যান্য সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে তিনি জেলার মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ হিসাবে সফল ভাবে দ্বায়ীত্ব পালন করেন। সদ্য যোগদানকৃত ও’সি মোঃ নজরুল ইসলাম জুয়েল বলেন, ন্যায় বিচারের পক্ষে কাজ করবো। সাধারণ জনগণকে আইনের ব্যাপারে সচেতন করে তুলতে এবং পুলিশের সেবা নিতে এসে কেউ হয়রানীর শিকার না হয় সে ব্যাপারেও নজর রাখবেন বলে তিনি জানান। নওগাঁ সদর মডেল থানায় সদ্য যোগদানকৃত ও’সি এলাকায় আইন শৃংখোলা রক্ষায় ব্যাপক অবদান রাখবেন এমন প্রত্যাশা সচেতন মহলের।

 

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …