এনবিএন ডেক্স: সারাদেশের ন্যায় নওগাঁর মহাদেবপুরে গতকাল বুধবার প্রাথমিক ও ইফতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্টিত হয়। ইউএনও আখতারুজ্জামান পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করে সনে-াষ প্রকাশ করেন। উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন জানান এবার এ উপজেলায় প্রাথমিক সমাপনীতে ৩৯৫৬ জন ও এফতেদায়ী সমাপনীতে ৫৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলে ৩৭৮৪ জন প্রাথমিক এবং ৪৬৪ জন এফতেদায়ী সমাপনী পরীক্ষায় ১০ ইউনিয়নের ১০ কেন্দ্রে অংশ নেন।#
অপরদিকে নওগাঁর সাপাহারে নকল মুক্ত ও সুষ্ঠ পরিবেশে প্রাথমিক ও এবতেদায়ী সমপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬টি পরীৰা কেন্দ্রে উপজেলার ৯৪টি প্রাথমিক বিদ্যালয় ও ৪১টি এবতেদায়ী মাদ্রাসার মোট ২হাজার ৯শ’ ২৬জন পরীক্ষার্থীর মধ্যে গত বুধবার প্রথম দিন গনিত পরীক্ষায় ২হাজার ৭শ’৩৪জন পরীৰায় অংশগ্রহন করেন। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ২হাজার ১শ’৪৮জন ও মাদ্রাসায় ৫শ’৮৬জন।
আরও পড়ুন...
নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা
এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …