নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশা উপজেলার আল জামিয়াতুল আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শরিফুদ্দিন শাহ্ চৌধুরীকে সংশ্লিষ্ট মাদ্রাসা সংলগ্ন মসজিদের পশ্চিম পাশে দাফন করা হয়েছে। বুধবার বেলা ৩ টায় মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। জানাজার পূর্বে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মুজমদার এমপি মরহুমের কর্মকালীনর সময়ের কিছু ঘটনা আলোকপাত করে বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলের কাজে দোয়া চান। উক্ত জানাজায় নওগাঁর জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম মামুন খান চিশতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা কর্মচারী, কওমী মাদ্রাসার মোহতামিম ও ছাত্র, বিভিন্ন পেশাজীবী সহ কয়েক হাজার জনগণ অংশ নেন। উল্লেখ্য গত মঙ্গলবার বিকালে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা শরিফুদ্দিন শাহ্ চৌধুরী মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। স্থানীয়রা জানান, মহুরম মাওলানা শরিফুদ্দিন শাহ্ চৌধুরী এক জন ধর্ম পরায়ন ও কর্মঠ ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন...
নওগাঁয় বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প
নওগাঁ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩সেপ্টেম্বর …
 nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে
nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে
				
 
			 
						
					 
						
					 
						
					