22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / স্বাস্থ্য / নওগাঁ হাসপাতালে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু

নওগাঁ হাসপাতালে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু

এনবিএন ডেক্স : গত মঙ্গলবার ৩টা দিকে নওগাঁ সদর হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে মোকসেদ আলী (৬০) নামের এক বৃদ্ধ মৃত্যু হয়েছে। হাসপাতাল সুত্রে জানা যায়, মকছেদকে গত ১৬ নভেম্বর বেলা ২টার সময় শান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ রেলষ্টেশনের প্ল্লাটফর্মে অসুস্থ্য অবস্থায় পড়ে থাকতে দেখে রাজু নামের একজন লাশ পরিবহণকারী ব্যক্তির মারফত তাকে সান-াহার থেকে ভ্যান যোগে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেয়। তখন তিনি কথা বলতে পারছিলেন না। ভর্তি রশীদে নওগাঁ শহরের ভবানীপুর লেখা আছে। ভর্তির পর থেকে ৫ দিন পেরিয়ে গেলেও মকছেদের অবস’ার কোন উন্নতি হয়েছিল না। শীতের কোন কোনে ঠান্ডার মধ্যেও হাসপাতালের ঘরে ঠাই হয়নি তার, থাকতে হয়েছিল ধুলো মাটি মাখা বারান্দার মেঝেতে। তিন বেলা খাওয়ানোর দ্বায়িত্বটাও নিয়েছিলেন একজন সুইপার। তিনিই সেবা সুশ্রুষা করছিলেন। কর্তব্যরত ডাক্তার জানান উক্ত রোগী  অচেতনে হিন্দি ভাষায় কথা বলতেন। অবশেষে গত মঙ্গলবার বিকেল ৩টা সময় ঐ বৃদ্ধ মৃত্যুবরণ করেন। এখনো তার কোন ওয়ারিশ পাওয়া যায়নি। এ রিপোট লেখা পর্যন্ত ঐ বৃদ্ধের লাশ দাফনের কোন সংবাদ পাওয়া যায়নি।

আরও পড়ুন...

নওগাঁয় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু ঃ সর্বমোট মৃত্যু ২২ জনঃ নতুন আক্রান্ত ১০ জন ঃ সর্বমোট আক্রান্ত ১৩৭৪

এন বিএন ডেক্সঃ নওগাঁ জেলায় নতুন করে ১০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আরও …