এনবিএন ডেক্স: নওগাঁর মান্দায় বিয়ের প্রলোভন দিয়ে অনৈতিক মেলামেশার কারণে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী ৮ মাসের অনত:সত্তা হয়ে পড়েছেন। লোকলজ্জায় ওই ছাত্রী লেখাপড়া ছেড়ে দিয়ে গত ৫ মাস ধরে নিজ বাড়িতে দুর্বিসহ জীবন যাপন করছেন। এদিকে প্রতারক প্রেমিক ৪ মাস ধরে সকল প্রকার যোগাযোগ বিছিন্ন করায় ওই ছাত্রী অনাগত সনতানের পিতৃ পরিচয় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। নির্যাতিত ওই ছাত্রী জানান, স্কুল সংলগ্ন রাজু ডিজিটাল ষ্টুডিও’র কর্মচারী বাবুর সাথে তার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এর সুবাদে ষ্টুডিও সংলগ্ন জনৈক আব্দুল করিমের বাসায় প্রায় ৪ মাস ধরে তারা দৈহিক মেলামেশা করে। এতে ওই স্কুল ছাত্রী অনত:সত্তা হয়ে পড়েন। বিষয়টি প্রেমিক বাবুকে জানিয়ে বিয়ের চাপ দিলে সে টালবাহানা শুরু করে। এর এক পর্যায়ে প্রতারক প্রেমিক বাবু অন্যত্র বিয়ে করে ওই ছাত্রীর সাথে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এদিকে অনত:সত্তা ওই ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন সৎ মায়ের সংসারে। লোকলজ্জায় বাড়ি থেকে বের হতে পারছেন না। অনাগত সনতানের পিতৃ পরিচয় নিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ওই ছাত্রী গত মে মাস থেকে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন। কেন বিদ্যালয়ে ছেড়ে দিয়েছেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে ব্র্যাক মান্দা এরিয়া অফিসের মানবাধিকার আইন সহায়তা কেন্দ্রের উপজেলা ম্যানেজার আবুল কালাম আজাদ ওই ছাত্রী ও পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন। তিনি পরিবারটিকে সকল প্রকার আইনি সহায়তার আশ্বাস প্রদান করেছেন। প্রতারক বাবু উপজেলার ভোলাম গ্রামের নাসির উদ্দিনের পুত্র বলে জানা গেছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …