15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / পিরোজপুরে ওয়ার্কশপ শমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে সংগঠন বিরোধী নানা কর্মকান্ডের অভিযোগ

পিরোজপুরে ওয়ার্কশপ শমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে সংগঠন বিরোধী নানা কর্মকান্ডের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে ওয়ার্কশপ শমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের বিরুদ্ধে সংগঠন বিরোধী নানা কর্মকান্ডের অভিযোগ পাওয়াগেছে। সংগঠন বিরোদী কর্মূকান্ডে অবৈধ সদস্য ফরম বিক্রি ,এক দলীয় রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহন করা , সদস্যদের বার্ষিক আয়ব্যায় হিসাব না দেয়া , সঞ্চিত অর্থ লোপাট সহ একাধিক বে-আইনী কর্মকান্ডের প্রতিবাদ – প্রতিরোধে যেন ফুষে উঠেছে শ্রমিক সদস্যরা । অনুন্ধানে জানা যায় ,প্রায় ২শতাধিক তালিকাভুক্ত সদস্যদের নিয়ে রেজিষ্টিকৃত এ সংগটনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয় জোট সরকার ক্ষমতায় থাকা কালে। ঢাক-ঢোল পিটিয়ে নির্বাচন অনুষ্ঠান হয় পিরোজপুরের একটি মার্কেটের দোতালায় । এতে আব্দুল জব্বার মোল্লা সভাপতি এবং সাধারন সম্পাদক নির্বাচটন হন মোঃ শাহজাহান শেখ। কিন’ নির্বাচনের পর পর শ্রমিকদের স্বার্থ রক্ষা তো দূরের কথা বরং স্বার্থ বিরোধী কর্মকান্ড হয়েছে বলেই ভুক্তভোগীরা শ্রমিকরা অভিযোগ করেছেন। মিলন ফকির নামে এক শ্রমিক জানিয়েছেন , এই সংগঠনে মালিক অন-ভুক্ত থাকতে না পারার বিধান থাকলেও প্রকৃতপক্ষে বাস-ব হয়েছে উল্লোটা। শ্রমিক মুক্তা জানান , সংগঠনের সভাপতি -সম্পাদকের মধ্যে প্রাপ্ত অনুদানের টাকা ভাগাভাগি নিয়ে শত্রুতার রেষ এখন সাধারন শ্রমিকের ঘাড়ে এসে পড়েছে। এদিকে প্রায় এক যুগ ধরে মেয়াদোত্তীর্ন কমিটি নামে মাত্র রয়েছে। প্রতি বছর শ্রম দপ্তরে আয় ব্যায়ের দাখিলের বিধান থাকলেও দায়িত্বশীলরা তা দেয়নি। এমন কি সংগঠনের অনুক’লে তফসিলী ব্যাংকে থাকা সঞ্চয় তছনছ করা হয়েছে। এব্যাপারে অভিযোগের বিষয়ে সত্যতা জানতে চাইলে সংঘঠনের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা তা অস্বিকার করেন।

আরও পড়ুন...

নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …