নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গাঁজাসহ উৎপল কুমার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়া গ্রেফতারী পরোয়ানা মূলে আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল হক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবাদপুকুর এলাকার বাসস্ট্যান্ড থেকে উৎপলকে আটক করে। আটককালে তার নিকট থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উৎপল উপজেলার হরিপুর গ্রামের সত্যবানের ছেলে। এঘটনায় মাদক মামলা রুজু করা হয়েছে। অপর দিকে, শনিবার রাতে অভিযান চালিয়ে একটি মামলার গ্রেফতারী পরোয়ানামূলে উপজেলার চকাদীন গ্রামের আজিম উদ্দীনের ছেলে তোফাজ্জল হোসেন ও দুলাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …