19 Magh 1431 বঙ্গাব্দ শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / জিয়ানগরে “সংসদ আউয়ালের বাসার কাজের মেয়ে নির্যাতনের খবর” ফটকপি করায় ছাত্রলীগ কর্মিরাএক মাদরাসা ছাত্রকে আটক করে অতঃপর মুসলেকা রেখে ছেড়ে দেয়

জিয়ানগরে “সংসদ আউয়ালের বাসার কাজের মেয়ে নির্যাতনের খবর” ফটকপি করায় ছাত্রলীগ কর্মিরাএক মাদরাসা ছাত্রকে আটক করে অতঃপর মুসলেকা রেখে ছেড়ে দেয়

পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরে সংসদ আউয়ালের বাসার কাজের মেয়ে নির্যাতনের প্রকাশিত খবরের ফটকপি করার অভিযোগে এক মাদরাসার ছাত্র কে আওয়ামীলীগ অফিসে আটক অতঃপর মুসলেকা দিয়ে মুক্তি। শনিবার বিকালে উপজেলার উত্তর কলারন গ্রামের মাদরাসা পড়ুয়া নবম শ্রেনীর ছাত্র মোঃ আনোয়ার হেসেন ইন্দুরকানী বাজারের একটি ফটকপির দোকানে ১৬ই নভেম্বর আমার দেশে প্রকাশিত “পিরোজপুর ১ আসনের সংসদ একেএমএ আউয়ালের বাসার কাজের মেয়ে নির্যাতন  সংক্রান- প্রকাশিত পত্রিকার সংবাদের ফটকপি করতে গেলে স’ানীয় ছাত্রলীগ কর্মিরা উপজেলা আওয়ামীলীগ অফিসে ঐ ছাত্রকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। পরে রাতে স্টাম্পে স্বাক্ষর রেখে ঐ ছাত্রের চাচা উত্তকলারন রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুহানিফ আকনের কাছে ছেড়ে দেয়। এ বিষয় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান জানান কোন টাকাপয়সা ছাড়াই স্টাম্পে লিখিত রেখে সবার সামনে অভিভাবকদের কাছে ওই ছাত্রকে দিয়েদেওয়া হয়। তবে ওদের কাছে খারাপ ছবি সহ বিভিন্ন তথ্য পাওয়া যায় বলে তিনি জানান। উপজেলা ছাত্রলীগের সাংগঠনি সম্পাদক রিপন শিকদার জানান আমাদের সংসদ সদস্য এর বিরুদ্ধে মিথ্যা প্রকাশিত সংবাদের ফটকপি বিতরন কালে মাদরাসা ছত্রক েআটক করে পরে তার চাচার কাছে ছেড়ে দেওয়া হয়। আটকৃত  মাদরাসার ছাত্র আনোয়র হোসেন জানান আমি সুধু আমার দেশ পত্রিকার স’ানীয় সংসদের বাসার কাজের মেয়ে সংক্রান- সংবাদটির একটি ফটকপি করতে গেলে ছাত্রলীগ কর্মিরা আমাকে স’ানীয় আওয়ামীলীগ অফিসে আটক করে জিজ্ঞাসাবাদ করে। উল্লেখ্য গত ১৬ নভেম্বর সমকাল, যুগান-র, আমার দেশ সহ বিভিন্ন জাতীয় দৈনিকে পিরোজপুর ১ আসনের আওয়ামী দলীয় সংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম আউয়ালের পিরোজপুররে বাসার ছাদ থেকে কাজের মেয়ে বিউট আক্তার পরে গুরুতর আহত হওয়া সহ নির্যাতনের খবর প্রকাশ হয়।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …