22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে: এমপি ইমাজ উদ্দিন

সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে: এমপি ইমাজ উদ্দিন

এন বিএন ডেক্স : সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে থাকে বলে মন্তব্য করেছেন সাংসদ ইমাজ উদ্দিন প্রামানিক। সাংবাদিকদের উদ্যেশে তিনি বলেন- আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। সমাজের আনাচে-কাচানে ছড়িয়ে ছিটিয়ে থাকা উন্নয়নের বিষয়গুলো তুলে আনার চেষ্টা করবেন। এতে করে জাতী উপকৃত হবে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে উপজেলার উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন এ জেলার ৫ উপজেলার সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তিনদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি দিনে মঙ্গলবার বিকেলে টেলিফোনে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৪ আসনের সাংসাদ ইমাজ উদ্দিন প্রামানিক এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন- পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। জাফর ওয়াজেদ বলেন- আপনারা প্রশিক্ষণে যা শিখলেন কর্মজীবনে তা কাজে লাগাবেন। মফস্বল সাংবাদিকদের সকল বিষয়ে সংবাদ সংগ্রহ করতে হয়। আর ঢাকার সাংবাদিকরা নির্দিষ্ট বিষয়ে সংবাদ সংগ্রহ করে থাকে। শ্রম দিলে ফসল আসবেই। এসময় উপস্থিত ছিলেন- মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোল্লা এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, সহকারী প্রোগ্রামার আইসিটি কর্মকর্তা শামছ-ই-তাবরীজ, মান্দা প্রেসক্লাবে সভাপতি নজরুল ইসলাম সহ অন্যরা বক্তব্য রাখেন। প্রশিক্ষক ছিলেন- কাজী আনিস। তিনদিন (৬ নভেম্বর থেকে) ব্যাপী প্রশিক্ষনে জেলার মান্দা, রানীনগর, আত্রাই, মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলার ৩৫ জন সাংবাদিকরা প্রশিক্ষণে অংশ গ্রহন করে।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …