এনবিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বরাদ্দকৃত এককালীন অনুদান প্রদান করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উচ্চ মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত ৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের প্রত্যেককে ৪ হাজার টাকা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বয়স্ক ৯৭ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭ লাখ ২৫ হাজার টাকার এককালীন অনুদান বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার। এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, ওসি আবদুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Home / সারাদেশ / নওগাঁর ধামইরহাটে দেড় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ৭ লক্ষাধিক টাকার এককালীন অনুদান প্রদান
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …