এন বিএন ডেক্সঃ ঘন কুয়াশায় হঠাৎ করেই ঢাকা পড়েছে উত্তরের জেলা নওগাঁ। গত কয়েকদিন হালকা কুয়াশা থাকলেও গত রবিবার বিকেল থেকে ঘন কুয়াশায় প্রকট বেড়েছে নওগাঁয়। দিনের বেলাতেও যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে ঘন কুয়াশা থাকলেও শীতের তীব্রতা অনেকটাই কম। নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে সোমবার সকালে নওগাঁয় সর্বনিম্ম তাপমাত্রা ছিলো ১৬ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার নওগাঁর আকাশে সূর্যের দেখা মিলবে না বলেও আবহাওয়া অফিস জানিয়েছে। হঠাৎ করে ঘন কুয়াশা পড়ার কারণে চরম বিপাকে পড়েছে খেটে-খাওয়া দিনমজুর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আরও পড়ুন...
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …