এন বিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুরে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬৪ বোতল ফেনসিডিলসহ জালাল উদ্দিন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে উপজেলা সদরের বচনা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জালাল উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বড় টাপ্পু গ্রামের সানাউল্লাহ ওরফে সানুর ছেলে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে নওগাঁয় ফেনসিডিল পাচার হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বচনা ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। এসময় নওগাঁগামী জালাল উদ্দিনের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে পৃথক দুটি ব্যাগ থেকে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …