18 Chaitro 1431 বঙ্গাব্দ বুধবার ২ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁয় ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

এন বিএন ডেক্সঃ নওগাঁয় ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দিন ব্যাপি জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ এ.কে.এম শহীদুল ইসলাম। এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, দেশাত্ববোধ ও মানবসেবার মানসিকতা নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ সহ সংশি¬ষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। জাতি ও বিচার প্রার্থী জনগোষ্ঠী আমাদের কাছে এইটাই প্রত্যাশা করেন। বিকল্প পদ্ধতিতে ও জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মামলা নিষ্পত্তি বিষয়ে ও তিনি গুরুত্ব আরোপ করেন। উক্ত সম্মেলনে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারিক মোর্শেদ সিদ্দিকী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার, গাজী দেলোয়ার হোসেন, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম প্রমূখ বক্তব্য দেন। বক্তারা দেওয়ানী, ফৌজদারী মামলার তদন্ত ও বিচার কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে কিভাবে মামলা দ্রুত নিষ্পত্তি করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁর সিভিল সার্জন, বিজিবির অধিনায়ক, পিপি, জিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক, জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল বিচারক, পুলিশ বিভাগ, জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকতাগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …