এনবিএন ডেক্স: নওগাঁয় আমন ধান কাটার পুরো মৌসুম চলছে। ধান কাটা ও মাড়াইয়ের কাজে এ অঞ্চলের কৃষকরা এখন চরম ব্যসত সময় কাটাচ্ছেন। ইতোমধ্যে ২০ ভাগ জমির ধান কাটা হয়েছে। হাটবাজারের উঠতে শুরু করেছে নতুন আমন ধান। কিন’ বাজারে ধানের দাম ভালো না থাকায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। এ কারণে ফলন ভালো হবার পরও উৎপাদন খরচ নিয়ে শঙ্কিত এ অঞ্চলের আমন চাষীরা। এদিকে ধানের উৎপাদন খরচ বেশি ও বাজার মূল্য ভালো না থাকায় কৃষকের নবান্ন উৎসব অনেকটা ম্লান হয়ে পড়েছে। নওগাঁ জেলা কৃষি অধিদপ্তরের সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ জেলায় ১৯৮,৬৩৬ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। লক্ষ্য মাত্রার তুলনায় আমন ধানের চাষ কৃষকেরা বেশী করেছে। জানা গেছে, হিন্দু ধর্মীয় সনাতনী পঞ্জিকা মতে গত ১৮ নভেম্বর শুক্রবার বাংলা বর্ষের অগ্রহায়ন মাসের প্রথম দিন। শাস্ত্র ও প্রাচীন রীতিমতে হিন্দু ধর্মালম্বীরা এ দিনে নবান্ন উৎসব পালন করে থাকেন। কিন’ বাজারে ধানের মুল্য ভালো না থাকা ও ধান চাষে অতিরিক্ত খরচ হওয়ায় তাদের এ আয়োজন অনেকটা মুখ থুবড়ে পড়েছে। বর্গাচাষিদের একেবারেই ধরাশায়ী অবস্থা। জানা গেছে বাজারে প্রতি মণ ধান ৫০০ থেকে ৫২০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকরা জানান, চলতি আমন মৌসুমে বৃষ্টিপাত তেমন না হওয়ায় জমিতে বেশ কয়েকবার সেচ দিতে হয়েছে। এছাড়া পোকার আক্রমন ঠেকাতে বারবার কীটনাশক প্রয়োগ করতে হয়েছে। এতে অতিরিক্ত খরচ বহন করতে হয়েছে বলে কৃষকরা দাবি করেন। এতে এক বিঘা জমিতে তাদের ব্যয় হয়েছে আড়াই থেকে তিন হাজার টাকা। ধান কাটা ও মড়াইয়ের পর এক বিঘা জমিতে কৃষকরা পাচ্ছেন ১২ থেকে ১৪ মণ ধান। যা থেকে উৎপাদন খরচই তুলতে পারছেন না বলে বর্গাচাষীরা দাবি করেন। ধানচাষী কৃষকরা জানান, সরকার দফায় দফায় সার, ডিজেল ও কীটনাশকের মূল্য বৃদ্ধি করায় ধান উৎপাদনে তাদের খরচ বৃদ্ধি পেয়েছে। বাজারে হঠাৎ করেই দরপতন হওয়ায় উৎপাদন খরচ উঠবে কি-না এনিয়ে তারা শঙ্কিত হয়ে পড়েছেন। ধানের দরপতনের ব্যাপারে জেলার চাতাল মালিকরা জানান, সরকারের ধান-চালের মূল্য নির্ধারন না করায় তারা ধান কিনতে সাহস পাচ্ছেন না। সরকার কী মূল্য নির্ধারন করবে এনিয়ে তারা সংশয়ে আছেন। চাতাল মালিকরা দাবি করেন, বোরো মৌসুমের শেষের দিকে একাধারে চালের বাজারে দরপতন হওয়ায় তারা ব্যাপক লোকসানে রয়েছেন। এছাড়া বাজারে চালের চাহিদা না থাকায় তারা ধান না কিনে সরকারের দাম নির্ধারনের অপেক্ষায় রয়েছেন। #
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …