22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর নিয়ামতপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

নওগাঁর নিয়ামতপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

এন বিএন ডেক্সঃ “ মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত ১ নভেম্বর রবিবার বেলা ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে জাতীয় যুব দিবস পালন করেন। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইযুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে খোরশেদ আলম, কামরুজ্জামান। আলোচনা শেষে চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …