19 Magh 1431 বঙ্গাব্দ শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর নিয়ামতপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

নওগাঁর নিয়ামতপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। এসময় পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম তার বক্তৃতায় বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে পর্যায়ক্রমে নিয়ামতপুরে প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হবে। এবং মনিটরিং, তদারকির জন্য পুলিশ সদস্যদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা কো-অপারেট করবে। তিনি আরো বলেন, পুলিশ-জনতা সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য, প্রতিটি নাগরিকের পুলিশের সেবা প্রাপ্তির নিশ্চয়তা প্রদানের জন্য ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে পুলিশের সেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের আদেশ অনুযায়ী নিয়ামতপুর থানার নিয়ামতপুর সদর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হলো। উক্ত বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মোঃ মতিয়ার রহমান সহ স্থানীয় গন্যম্যান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …