22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

এন বিএন ডেস্কঃ নওগাঁর মহাদেবপুর প্রেসক্লাবের সদস্য দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সুইট হোসেনের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সর্বস্তরের সাংবাদিকেরা।  রোববার দুপুরে নওগাঁ কোর্ট চত্ত্বর প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক। ঘন্টাকালব্যাপী মানববন্ধন চলা কালে জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি এম আর রকি, যুগ্ন সম্পাদক ও মোহনাটিভির জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, জেলা প্রেসক্লাবের ডিবিসি নিউজ টেলিভিশসের প্রতিনিধি এ.কে. সাজু সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ হাসান সিদ্দিকী স্বপন, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ সহ অন্যান্য সাংবাদিক নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় থেকে গত ৮ই জুলাই সন্ধ্যা ৮.৩০ মিনিটের সময় দৈনিক স্বাধীন সংবাদ ও দেশের কণ্ঠ এর সাংবাদিক সুইটকে মহাদেবপুর থানা ও নওহাটা ফাঁড়ির পুলিশ সাংবাদিক সুইট কে আটক করে বলে তার কাছে অবৈধ কিছু আছে এ সময় সাংবাদিক সুইট চ্যালেঞ্জ করলে এরপর তার দেহ তল্লাশি করে কিছু না পেয়ে পাশে থাকা সুইটের মটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে সামান্য ফাঁকা স্থান থেকে ৪৪ পিচ ইয়াবা উদ্ধার করে তাকে আটক দেখানো হয়। এ ছাড়া সাংবাদিক সুইট হোসেনের সাথে তার প্রতিবেশি এক দোকানদারের সাথে দীর্ঘদিন শত্রুতা চলে আসছিল এবং নওহাটা ফাঁড়ি পুলিশের এক সদস্যের ফেসবুক হ্যাকের বিষয়ে ওই দোকানদারসহ পুলিশ সদস্য সুইট হোসেনকে দোষারপ করছিলেন। এ ছাড়া স্থানীয় এক যুবলীগ নেতা শিক্ষার্থীকে যৌন হয়রানির সংবাদ প্রকাশ করার ফলে ওই যুবলীগ নেতা দল থেকে বহিষ্কার হন। আর এই তিন জনের যোগ সাজসেই সুইট হোসেনকে ফাঁসানো হয়েছে বলে সাংবাদিকরা সন্দেহ প্রকাশ করেন। বক্তারা আরও বলেন সুইট হোসনকে জন সম্মুখে আটক করার পরও এজাহারে উল্লেখ করা হয়েছে দৌড়ে পালানোর সময় তাকে ধাওয়া করে আটক করা হয়েছে। সাংবাদিকরা মূলত পুলিশের পাশাপাশি থেকেই পেশাগত দায়িত্ব পালন করেন। অথচ সাংবাদিক সুইটকে মাদকের মামলায় আটক করতে অধিকতর তদন্ত না করেই তাকে গ্রেফতার করা হয়। এ কারনে পুলিশের প্রতি সাংবাদিকদের বিশ্বস্থতা হ্রাস পেয়েছে। এ ঘটনাটি সুস্পষ্ট তদন্তের স্বার্থে এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য মামলাটি নওগাঁ পুলিশ সুপারের হস্তক্ষেপে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর মাধ্যমে মামলাটি তদন্ত ভার ন্যাস্ত করার দাবী তুলে ধরেন সাংবাদিকরা। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান বিপিএম এর সঙ্গে কথা বললে তিনি বলেন, বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে জরুরী ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …