নওগাঁঃ নওগাঁ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে এই শ্লোগান কে সামনে রেখে নওগাঁয় করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় দিনমজুর, খেটে-খাওয়া ও হতদরিদ্র দেড় শকাধিক মানুষের মাঝে বস্তায় তোলে খাদ্য সামগ্রী বাড়ী বাড়ী গিয়ে বিতরণ করেছেন নওগাঁ সরকারী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ফোরাম বকুল বালিকার দল। আজ বুধবার সারাদিন ব্যাপি এ কর্মসূচী চলবে। এই সংকট ময় পরিস্থিতিতে অসহায় দিনমজুর, খেটে-খাওয়া ও হতদরিদ্র মানুষ অনেক সময় লজ্জায় কিছু বলতে পারে না এমন পরিবার খুজে খুজে বাড়ী বাড়ী গিয়ে প্রবাসে থাকা প্রাক্তন ছাত্রী ফোরামের সাধারণ সম্পাদক নাফিসা নূর সাথীর দিক নিদেশনায় ১০কেজি চাল, আলু ৩কেজি, পেয়াজ ২কেজি, ডাল ১কেজি, সাবান ১টি, তৈল ও লবণ ১লিটার পৌছে দিচ্ছেন প্রাক্তন ছাত্রী ফোরামের ঝিনুক, কেয়া, লিজা, জিতু ইলা প্রমুখ। এসময় প্রাক্তন ছাত্রী ফোরামের ঝিনুক বলেন এই খাবার ১টি পরিবারের কমপক্ষে ১০দিন চলবে। এছাড়া মাননীয় প্রধান মান্ত্রী বলেন সরকারের পাশা-পাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে এর ধারা বাহিকতায় মানুষের এই সংকটময় মূহর্ত্তে আমরা আমাাদের সাধ্য মত চেষ্টা করছি সমাজের অসহায়, গরীব ও কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর। প্রাক্তন ছাত্রী ফোরামের ঝিনুক, কেয়া, লিজা, জিতু, ইলা প্রমুখ।
Home / সারাদেশ / নওগাঁ সরকারী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ফোরাম বকুল বালিকার দল করোনা ভাইরাসে অসহায় দেড় শতাধিক মানুষের পাশে দাঁড়ালেন
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …