15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর মহাদেবপুরে আলফা-পুলিন ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন ১২শ’ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

নওগাঁর মহাদেবপুরে আলফা-পুলিন ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন ১২শ’ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

নওগাঁঃ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নে আলফা-পুলিন ফাউন্ডেশনের চেয়ারম্যানও মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ঠ ব্যবসায়ী আনোয়ার হোসেন মন্ডল ব্যাক্তি উদ্যোগে উপজেলার কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করা ১২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে, চাল, আলু, তৈল, ডাল, লবণ ও সাবানসহ একটি করে মাস্ক দেয়া হয়েছে। বুধবার সকাল থেকে বৃহম্প্রতিবার সারাদিন ব্যপি মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর উচ্চ-বিদ্যালয় মাঠে এলাকার জনপ্রিয় নেতা আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে করোনা ভাইরাস জনীত কারণে কর্মহীন হয়েপরা মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।  এসময় উপস্থিত ছিলেন, আলফা-পুলিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ঠ ব্যবসায়ী আনোয়ার হোসেন মন্ডল, জেলা আওয়ামীলীগের সদস্য বাবু অজিত কুমার মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক বাবুল বানার্জী, সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আশাদুজ্জামান মিঠু মাষ্টার, স্থানিয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান স্বপন তরফদার ও সাবের সাধারন সম্পাদক ময়েজ চৌধুরী প্রমূখ। এ ব্যাপারে আলফা-পুলিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন মণ্ডল জানান, করোনা ভাইরাসকে কেন্দ্র করে সারা বিশ্বের সাথেই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশেও জনজীবন চরম দূর্ভোগের মধ্যেদিয়ে অতিবাহীত হচ্ছে। এছাড়া করোনা ভাইরাসের হাত থেকে দেশের সর্বশ্রেণি পেশার মানুষকে রক্ষার জন্য সরকার দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছেন এবং জনস্বার্থে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে দেশের সর্বত্র প্রশাসন মাঠে নেমে সবাইকে নিজ নিজ ঘড়ে অবস্থান করার পরামর্শ দিয়ে সচেতন করার কারণেই দেশের বিভিন্ন এলাকার ন্যায় মহাদেবপুর উপজেলার খেটে খাওয়া শ্রমজীবি মানুষরা ঘড় থেকে বাইরে বের হচ্ছেন না,  এজন্য তারা তাদের কর্মস্থলে গিয়ে কাজ করতে না পেরে অনেকেই কষ্টের মধ্যেদিয়ে দূর্বীসহ জীবন-যাপন করছেন জানিয়ে আনোয়ার হোসেন মন্ডল আরো বলেন, মূলত মানিবকতার কারনেই আমি এ উদ্যোগ গ্রহণ করেছি এবং ইতি মধ্যেই মহান আল্লাহর ইচ্ছায় মহাদেবপুর উপজেলায় মোট কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করা ১২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  যতদিন পর্যন্ত এ দূর্যোগ আমাদের দেশ তথা এলাকা থেকে না সরবে ততদিন আমি মাঠেই সর্ব-সাধারন বিপদগ্রস্থদের পাশে থাকিব বলেও জানিয়েছেন, আনোয়ার হোসেন মন্ডল।

আরও পড়ুন...

নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …