15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলায় পুলিশের উদ্যোগে ১১টি উপজেলায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় ১২শ’ ৫০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় নওগাঁ সদর মডেল থানা চত্বরে এই কর্মসুচীর উদ্ধোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান বিপিএম।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১লিটার তেল ও সাবান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, রাকিবুল আকতার ও ফারজানা হোসেন, সদর মডেল থানা অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
পুলিশ সুপার এ সময় বলেন, করোনার সময় মানুষদের ঘরে রাখার দায়িত্ব হলেও সামাজিক দায়বদ্ধ থেকে পুলিশ এগিয়ে এসেছে। বেঁচে থাকার জন্যে দামী খাবার দিতে না পারলেও নুন্যতম খাবার দিতে আমরা কাজ করে যাচ্ছি। এসময় তিনি সরকারি নির্দেশ পালন করে জনসাধারণদের ঘরে থাকার জন্যে অনুরোধ জানান।

আরও পড়ুন...

নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …