27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / করোনায় র্কমহীন হয়ে পড়া মানুষের বাড়ীতে গিয়ে গভীর রাতে খাবার পৌঁছে দিলেন নওগাঁর ডিসি

করোনায় র্কমহীন হয়ে পড়া মানুষের বাড়ীতে গিয়ে গভীর রাতে খাবার পৌঁছে দিলেন নওগাঁর ডিসি

মোঃ আবু বকর সিদ্দিকঃ  করোনা মোকাবলোয় জনসমাগম এড়াতে র্কমহীন হয়ে পড়া দিন মজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে গিয়ে রাতের আঁধারে ঘুরে ঘুরে খাবার পৌছে দিচ্ছেন নওগাঁর জেলা প্রশাসক। গত রবিবার গভীর রাতে সদর উপজেলার র্কীত্তিপুর ও আশেপাশের এলাকায় এই কার্যক্রম চালানো হয়। এসময় জেলা প্রশাসক হারুন অর রশীদের সাথে সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প র্কমর্কতা মাহবুবুর রহমান রাতভর ঘুরে ঘুরে দরিদ্র পরিবারগুলোতে গিয়ে চাল, ডাল, ভোজ্য তৈল, চিড়া ও অন্যান্য খাদ্য সামগ্রীর ২৫ কেজি ওজনের একটি করে প্যাকেট বিতরন করেন। এসময় জেলা প্রশাসক জানান, করোনা মোকাবেলায় কয়েক  দিন ধরে যানবাহন চলাচল বন্ধ। অনকে কল কারখানা দোকান ও বিপনী বিতান বন্ধ হয়ে গেছে । ঘর থেকে কেহ বেড় হচ্ছে না। অসহায় হয়ে পড়েছে অনেক দিন মজুর, দরদ্রি ও নিম্ন আয়ের মানুষ। জন সমাগম এড়াতে এসব অসহায় মানুষকে সহযোগিতা করতে রাতের আঁধারে তাদের বাড়িতে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।  এ ছাড়াও ১১ টি উপজলোয় এসব দরিদ্র মানুষের তালিকা তৈরী করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন উপজেলা প্রশাসনের র্কমর্কতারা।  তাছাড়াও এসব র্কমহীন হয়ে পড়া মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তিবানদেরকেও এগিয়ে আসার আহবান জানান তিনি।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …