27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় বেলকন গ্রুপের ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রি দিয়ে সহায়তা করলেন

নওগাঁয় বেলকন গ্রুপের ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রি দিয়ে সহায়তা করলেন

মোঃ আবু বকর সিদ্দিকঃ করোনা ভাইরাস আতঙ্কে যখন কেউ ঘর থেকে বের হতে পারছেন না তখন নওগাঁয় কর্মহীন, দিন মজুর ও নিম্ন আয়ের ১০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রি দিয়ে সহায়তা করলেন নওগাঁ বেলকন গ্রæপ অফ ইন্ড্রাষ্টি। সোমবার সকালে শহরের বাইপাস বিএইচ স্পেশালিষ্ট কোল্ডষ্টোরে প্রাইভেট লিমিটেড চত্বরে ৫ কেজি চাউল, ২ কেজি ডাল, ২ কেজি আলু ও তৈল ১ কেজি করে এসব খাদ্য সামগ্রী তুলে দেন বেলকন গ্রæপ অফ ইন্ড্রাষ্ট্রির ব্যাপস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন। এসময় বেলকন গ্রæপের ডাইরেক্টর ও সিরাজ ফাউন্ডেশানের চেয়ারম্যান নাহিদ হাসান সিরাজি, জেনারেল ম্যানেজার আবু ওয়াহিদ হোসেন আলাল, মার্কেটিং ম্যানেজার আব্দুল ওহাবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন সারাদেশে করোনা ভাইরাস আতঙ্কে সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম ও রাস্তায় যান চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে মানুষকে বের না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। রাস্তাঘাটে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। ফলে চরম দূর্ভোগে পড়েছে কর্মহীন, দিন মজুর ও নিম্ন আয়ে মানুষ। তাই সরকারের পাশাপাশি বেলকন গ্রæপ অফ ইন্ড্রাষ্ট্রির উদ্যোগে মানুষ সমাগম এড়িয়ে ১০ হাজার পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের অবস্থা বিবেচনা করে আরো সহয়তা প্রদান করা হবে বলেও জানান।
এদিকে সিভিল সার্জন জানান, বর্তমানে নওগাঁয় ৪৮৭ জন হোম কোয়ারেনটাইনে রয়েছেন। তবে নতুন করে কাউকে হোম কোয়ারেনটাইনে রাখা হয় নাই। গত ২৪ ঘন্টায় ১৪৭ জন হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
উল্লেখ্য এ পর্যন্ত জেলায় সর্বমোট ১ হাজার ৮৭৮ জনরেক হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছিল। তবে এ পর্যন্ত এখনো কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয় নাই বলেও জানান তিনি ।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …