নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় পতাকা উত্তোলন, মার্চপাষ্ট ও বিভিন্ন ইভেন্টের খেলাধূলার মধ্য দিয়ে অগ্রনী ব্যাংক লিমিটেড নওগাঁ অঞ্চলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষন সাহা। শুক্রবার সকালে শহরের জিলা স্কুল মাঠে অগ্রনী ব্যাংক লিমিটেড বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ, নওগাঁ অঞ্চল এর আয়োজন করে। অগ্রনী ব্যাংক লিমিটেড নওগাঁ অঞ্চলের এজিএম মোহাম্মদ সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক ও সদর শাখার বক্যবস্থাপক মোহাম্মদ আজিজুল ইসলাম, বহিরাঙ্গন সাধারন সম্পাদক খালেদ সাইফুল্লাহ চৌধূরী প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টের বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরন করেন। অনুষ্ঠানে জেলার সকল শাখার ব্যবস্থাপকসহ কর্মকর্তা কর্মচারীর পরিবারবর্গরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …