এন বিএন ডেক্সঃ নওগাঁয় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক খোন্দকার মকবুল হোসেনর স্মরনে অসহায় ২০ জন বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পরিবার বর্গের অর্থায়নে নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অল রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খন্দকার মকবুল হোসেনের জৈষ্ঠ পুত্র খন্দকার হাসান মোহাম্মদ ফিরোজ সিনিঃ জেলা জজ ও চেয়ারম্যান নিম্নতম মজুরি বোর্ড ঢাকা, সংরক্ষিত আসনের সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ প্রমূখ। এসময় খন্দকার হাসান মোহাম্মদ ফিরোজ তার বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধাগন যুদ্ধ করে দেশ স্বাধীন না করলে আমরা স্বাধীন দেশ পেতাম না আর আজ আমি এ পদে চাকুরি করতে পারতাম না। এ কারণে আমি আমার জীবদ্দশায় অসহায় মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গদের পাশে থেকে তাদের সার্বিক সহায়তা অব্যাহত রাখবো। উক্ত অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক খোন্দকার মকবুল হোসেনর পরিবারবর্গ ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
Home / সারাদেশ / নওগাঁয় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনর স্মরনে অসহায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
আরও পড়ুন...
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …