21 Magh 1431 বঙ্গাব্দ সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / শিক্ষা / দারিদ্রতাকে জয় ঢাবিতে চান্স পেলেও অর্থভাবে ফরহাদের ভর্তি ও পড়া-লেখা অনিশ্চিত

দারিদ্রতাকে জয় ঢাবিতে চান্স পেলেও অর্থভাবে ফরহাদের ভর্তি ও পড়া-লেখা অনিশ্চিত

এনবিএন ডেক্স: ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও ভর্তি অনিশ্চিত হয়ে পরেছে গরীব মেধাবী ফরহাদের। সে নওগাঁ জেলার রানীনগরের পাশ্ববর্তী প্রান্নাতপুর গ্রামের আজহার আলী ছেলে। সংসারের পাঁচ ভাই-বোনের মধ্যে সে দ্বিতীয়। বড় ভাইয়ের ভ্যান চালানোর সামান্য আয়ে পরিচালিত সংসারে বৃদ্ধ বাবা মার চিকিৎসাই এখন কষ্টসাধ্য হচ্ছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স’ান করে নিলেও পড়াশুনা ছেড়ে বরং সংসারের হালধরতে বাধ্য হচ্ছে ফরহাদ। মানবিক বিভাগে চুন্ডিপুর মাদ্রাসা হতে দাখিল ১২২১ নামাজগড় বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হতে আলিম পরীক্ষায় এ-প্লাস পেয়েছে ফরহাদ। অথচ সংসারে সহযোগীতা ও নিজের পড়াশুনার খরচ বহনের জন্য তাকে পরীক্ষা চলাকালেও দিনমজুরের কাজ করতে হয়েছে। আলিম পরীক্ষার পর তার রোজগারের সামান্য অর্থদিয়ে রেজাল্ট পরবর্তী ব্যাচে কোচিং করে চান্স পায় সে। কিন’ ভর্তি, ঢাকার খরচ আবার একইসাথে সংসারের চিনত্মা করতে গিয়ে ভবিষ্যত একেবারেই অনিশ্চিত হয়ে পরেছে ফরহাদের। বর্তমানে সে এগিয়ে সকলের সহায়তা কামনা করেছেন।#

আরও পড়ুন...

নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা

এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …