22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা

নওগাঁয় নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা

এন বিএন ডেক্সঃ নওগাঁয় নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশ গ্রহনে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ। মঙ্গলবার সকালে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থা এর আয়োজন করে। রানির প্রধান নির্বাহী ফজলুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দীন, ব্র্যাকের জেলা কর্মকর্তা স্বপন কুমার মিস্ত্রি, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আকতার, জননীর নির্বাহী পরিচালক আকরামুল ইসলাম, অগ্রযাত্রার নির্বাহী পরিচালক সাংবাদিক রায়হান আলম, সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, ষ্টেপস এর নির্বাহী পরিচালক রুবেল আহমেদ, পৌর কাউন্সিলর চায়না খাতুন, নারী নেত্রী মুন্নী ও লিপি প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, যে যার জায়গা থেকে জনসচেতনতা সৃষ্টি করে প্রতিবাদ করলে নারী ও শিশু নির্যাতন লোপ পাবে। আস্তে  আস্তে সমাজ থেকে এ ব্যাধী দূর হবে। পরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ভিডিও প্রদর্শন করা হয়। সভায় সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমামসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করে।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …