19 Magh 1431 বঙ্গাব্দ রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর মান্দায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

নওগাঁর মান্দায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

এন বিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় দেশীও অস্ত্রসহ নওগাঁ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ ৪জন ডাকাতকে আটক করেছেন। বুধবার ভোর রাতে নুরুল্লাবাদ ইউনিয়ন চকউমেদ গ্রামে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কৃষ্ণ শংকর বিষয়টি জানতে পেরে তিনি পুলিশ ব্যুরোর এস.আই আব্দুল হান্নানকে নির্দেশ দিলে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাত চক্রটিকে আটক করে। আটক কৃত ডাকাতরা সকলেই জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার শালবন গ্রামের ছামসুল হক এর ছেলে শাহিন (২২) কালাই থানার পাইগোন গ্রামের মৃত বাহা মুন্সি এর ছেলে মিলন হোসেন (২৩) সদর থানার সুন্দরপুর গ্রামের শামসুদ্দিন এর ছেলে শামসুল ইসলাম(২৫)। জিঞ্জাবাদের সময় আটক কৃত আসামীরা স্বীকার করে বলেন, আমাদের একটা চক্র আছে এই চক্রটি দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করেছি এবং এই এলাকাতে ডাকাতি করার জন্য আবস্থান করছিলাম বলে জানান। এস.আই আব্দুল হান্নান বলেন, ডাকাতদের আটক করার সময় আরও ৩/৪ জন অজ্ঞাতনামা ডাকাত আমাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। মান্দা থানার ও‘সি মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় পিবিআই কর্তৃপÿ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন ।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …