22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর মান্দায় সারা দেশের ন্যায় তথ্য সেবা কেন্দ্রে বর্ষপূর্তি উদ্‌যাপন প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন

নওগাঁর মান্দায় সারা দেশের ন্যায় তথ্য সেবা কেন্দ্রে বর্ষপূর্তি উদ্‌যাপন প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন

এনবিএন ডেক্স: সারা দেশের ন্যায় নওগাঁর মান্দা উপজেলাতেও তথ্য সেবা কেন্দ্রের বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপজেলাবাসীকে দেখানো হয়েছে। উপজেলার বিভিন্ন জায়গায় মাইকিংসহ নানাভাবে প্রচারনা চালিয়ে অবশেষে উপজেলা চত্বর এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরাসরি ভিডিও প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ওই অনুষ্ঠান প্রদর্শন করা হয়েছে। আনন্দ মুখর পরিবেশে সকলেই তথ্য সেবা কেন্দ্রের বর্ষপূর্তি অনুষ্ঠান উপভোগ করছিল। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই অনুষ্ঠানে উপসি’ত ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্সি মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার, সমবায় অফিসার, সমাজ সেবা অফিসার, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), যুব অফিসার, স্বাস’্য কর্মকর্তা, বিআরডিপি অফিসার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশাজীবীর লোকজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার সকল ইউনিয়ন পরিষদে এক যোগে এ আয়োজন করা হয়েছে। অপরদিকে ভাঁরশো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শারিকুল ইসলাম  ও সচিব প্রদীপকুমার মন্ডল জানান, তার ইউনিয়ন পরিষদে দুপুর ৩টা থেকেই শিক্ষক, কৃষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীর লোকজন প্রজেক্টরের মাধ্যমে ওই অনুষ্ঠান দেখার জন্য ইউপি পরিষদে এসে ভির জমায়। শেষে সকলের সৌজনে উন্নত মানের খাবারেরও ব্যবস’া করা হয়।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …