এন বিএন ডেক্সঃ নওগাঁর পত্নীতলায় স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক ২দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় ঢাকার তত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে ২দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত বাংলাদেশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ-২ আসনের সাংসদ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, জিনোমিক রিসার্স ল্যাব-এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ও প্রজেক্ট ডিরেক্টর ড. সেলিম খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাত), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ খালিদ সাইফুল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডুর, সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোহাম্মদ আসাদুল্লাহ, আজিজুল হক, সায়েন্টিফিক অফিসার মাহফুজুল হাসান সহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন প্রমূখ।
Home / সারাদেশ / নওগাঁর পত্নীতলায় স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক সেনিার ও প্রদর্শনী অনুষ্ঠিত
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …