এন বিএন ডেক্সঃ নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নওগাঁ সদর পুরাতন হাসপাতাল চত্ত্বরে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বচিপ) নওগাঁ শাখার যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ডাঃ হাবিবুর রহমান, সাধারন সম্পাদক ডাঃ মাহবুব আলম সিদ্দিকী, নওগাঁ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বচিপ) এর সভাপতি ডাঃ আশেক হোসেন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারি, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা: কামরুল হাসান টিপু,নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মুনীর আলী আকন্দ, ডাঃ তারেক হোসেন, ডাঃওমর আলী সরদার, ডাঃ মোঃ সাইফুল ইসলাম সহ নওগাঁ সদর হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক গন উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ডাঃ হাবিবুর রহমান বলেন, বর্তমান সরকারের নিদের্শে আমারা চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে বদ্ধপরিকর। একটি রোগীও চিকিৎসা বিহীন অবস্থায় মারা যাবে না। অপর দিকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বচিপ) এর সভাপতি ডাঃ আশেক হোসেন বলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা। মানুষের মৌলিক অধিকারের একটি অংশ হলো স্বাস্থ্য সেবা একারণে নওগাঁ জেলার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত ৫শতাধিক রোগীদের চিকিৎসা সেবা সহ বিনা মূল্যে ওষধ প্রদান করা হয়।
Home / সারাদেশ / নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …