এন বিএন ডেক্সঃ নওগাঁর নিয়ামতপুরে সামিথ কমিউনিকেশন লিঃ, খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির ব্যক্তিগত তহবিল ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের উদ্যোগে উপজেলা ১০ হাজার শীতার্থ অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র (চাদর ও কম্বল) বিতরণ করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষে তাঁর কনিষ্ঠ কন্যা তৃনা মজুমদার, সামিথ কমিউনিকেশন লিঃ এর ডেপুটি ম্যানেজার এমএস হাসান ভূঁইয়া, শাহীন আরিফ খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, অফিসার ইন চার্জ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সরকার কালাম হোসেন, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান নইম, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …