23 Magh 1431 বঙ্গাব্দ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন

নওগাঁয় শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন

এন বিএন ডেক্সঃ নওগাঁয় শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় নওগাঁ সদর মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন নওগাঁ জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম। এসময় প্রধান অতিথি পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম বলেন, মানুষ মানুষের জন্য। সমাজের মানুষের জন্য কাজ করাই আমাদের প্রধান কাজ। শীত মৌসুমের প্রবাহিত এই মৃদু শৈত প্রবাহের কবলে পড়ে মানবেতর জীবন-যাপন করছে ছিন্নমূল, গরীব, অসহায় খেটে খাওয়া মানুষরা। তবে বিগত সময়ের তুলনায় চলতি বছরের বর্তমান সময়ে শীত একটু আগেই জেকে বসেছে। তবুও আমরা মানুষদের গরম কাপড়ের অভাব দুর করতে কাহারও একার পক্ষে সম্ভব নয় সবাই মিলে ছিন্নমূল মানুষের শীতের কষ্ট দূর করছি। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, নওগাঁ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছিমুল হক বুলবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দীপক কুমার দেব সহ পুলিশ সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রায় ৩০০ অসহায় এবং দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …